অনূর্দ্ধ ১৭ ভারতীয় ফুটবল দল 
এ বছর সৌদি আরবে আয়োজিত হয়েছিল অনূর্ধ্ব-১৭ এ এফ সি এশিয়া কাপের কোয়ালিফিকেশন টুরনামেন্টে। ভারতের (অনূর্ধ্ব-১৭) যুব দল কোয়ালিফিকেশন রাউন্ডের গ্রুপ- ডি তে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় হয়। আয়োজক সৌদির কাছে শেষ ম্যাচে ২-১ গোলে হেরে যায়। মালদ্বীপ ও কুয়েত-কে ৫-০, ৩-০ গোলে এবং মায়নামার কে ১-৪ গোলে হেলায় হারিয়ে বিবিয়ানো ফারনান্ডেজের ছেলেরা ২০২৩ সালে আসন্ন (অনূর্ধ্ব -১৭) এ এফ সি এশিয়া কাপ টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। জাতীয় দলের কোচ হিসেবে ফারনান্ডেজ অনেকটাই সফল। তার কোচিংয়ে ভারত ২১০৭ সালে জিতেছে অনূর্দ্ধ ১৫ সাফ চ্যাম্পিয়ানশিপ। ২০১৮ সালে অনূর্দ্ধ ১৬ এর ভারতীয় দল কোয়ার্টার ফাইনালে পৌঁছায়, দুর্ভাগ্যবশত দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যায়।  

ভারত অনূর্দ্ধ ১৭ এ.এফ.সি এশিয়া কাপে প্রথম যোগ্যতা অর্জন করে ১৯৯০ সালে। গ্রুপ স্টেজে ৩ ম্যাচের দুটিতে হেরে একটি জেতে। যথারীতি টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। তারপর ১৯৯৬ সালে খেলার সুযোগ পেলেও ৪ ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচ জেতে। গ্রুপ স্টেজ থেকে খালি হাতে ফিরে আসতে হয় তরুণ ব্লু কোল্টদের।   

২০০২ সালে ব্লু কোল্টরা ফর্মে ফিরে আসে। বিগত ব্যর্থতা, বিপর্যয় কাটিয়ে প্রায় একশো আশি ডিগ্রি ঘুরে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় অনূর্দ্ধ-১৭ দল। সেবার দক্ষিণ কোরিয়ার কাছে ১–৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। কিন্তু ব্লু কোল্টরা দু’বছর আগের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ২০০৪ সালে গ্রুপের ম্যাচে মাত্র ১ ম্যাচ জিতে গ্রুপ স্টেজ থেকে বিদায় নেয়। ২০০৮, ২০১২ এবং ২১০৬ সালেও ভারতীয় অনূর্দ্ধ-১৭ দলের অবাস্থার আশানুরূপ উন্নতি হয়নি। উক্ত তিন বছরই গ্রুপ স্টেজে হেরে টুর্নামেন্ট থেকে সরাসরি বিদায় নেয় অনূর্দ্ধ-১৭’র ব্লু কোল্টরা। এরপর গ্রুপ স্টেজের ধারাবাহিক ব্যর্থতা কাটিয়ে ১৬ বছর পর ২০১৮ সালে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় অনূর্দ্ধ ১৭ ভারতীয় দল। কিন্তু সেবারও ঘটে বিপর্যয়! নিয়তির নিষ্ঠুর পরিহাসে পুরনো প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার কাছে আবারও ১ গোলে হেরে যায় অনূর্দ্ধ সতেরোর তরতাজা ব্লু কোল্ট দল।

২০২৩ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে অনূর্দ্ধ ১৭ এ এফ সি এশিয়া কাপ। আসন্ন টুর্নামেন্টে বছর ষোলো-সাতেরোর ভানলালপেকার ক্যাপ্টেন্সিতে সাহিল, রিকি, লালপেখুলা, ফোনিক্সরা কি পারবে ব্যর্থতার ইতিহাস মুছে ভারতীয় ফুটবলকে ঝকঝকে ভবিষ্যৎ উপহার দিতে? তরুণ তূর্কীদের পায়ের জাদুতে কি লেখা হবে ভারতীয় ফুটবলের নতুন ইতিহাস? কতটা সফল হতে পারবেন হ্যাড স্যর বিবিয়ানো ফারনানডেজ? এসব প্রশ্নের উত্তরের জন্যে অপেক্ষা করতে হবে আর কয়েক মাস।    

আগামি বছর পেরুতে অনুষ্ঠিত হতে চলেছে ফিফা অনূর্দ্ধ ১৭ বিশ্বকাপ ফুটবল। অনূর্দ্ধ ১৭ এ এফ সি কাপের সেরা চারটি দেশ ফিফা অনূর্দ্ধ ১৭ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করবে। নিজেভদের সবটুকু দিয়ে ভানলালপেকারা সেমিফাইনালে পৌঁছতে পারলেই ব্লু কোল্টদের জন্য পেরুর টিকিট।