লিগ টেবিলের দ্বিতীয় দল যখন দশ নম্বরে থাকা দলের বিরুদ্ধে খেলতে নামে, তখন টেবিলের দু'নম্বর দল বডি ল্যাঙ্গুয়েজ থেকে মানসিক শক্তি সব দিক থেকেই এগিয়ে থাকে। তবে দশ নম্বরে থাকা প্রতিপক্ষ দল চেলসি হলে হিসেব অন্যরকম হয়। টেবিলের দু'নম্বর ক্লাব ম্যান সিটি আর দশে থাকা চেলসির ম্যাচের প্রেডিকশন যেকোনও সময় ঘুরে যেতেই পারত।
![]() |
| গোলের পথে মাহরেজ |
খেলা চলছিল সমানে সমানে। কিন্তু ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যান সিটিকে পেয়েও জয় অধরাই থেকে গেল চেলসির। স্ট্রেটিজিতে গ্রাহাম পটার হেরে গেলেন গার্দিওলার কাছে।
ম্যাচ শুরুর ৫ মিনিটেই রহিম স্টার্লিংয়ের চোট। তার জায়গায় নামেন পিয়ের এমেরিক অবামেয়াং। ২২ মিনিটে ফের ইনজুরি, মাঠ ছাড়লেন চেলসির আরেক ফরওয়ার্ড ক্রিশ্চিয়ান পুলিসিক। তার জায়গায় নামলেন কার্নি চুকুমেকা। চোটে কাবু চেলসি দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছিল।
প্রথমার্ধের প্রায় শেষে ডেডলক প্রায় ভেঙেই ফেলেছিল এই মিডফিল্ডার। তার শট বারে লেগে ফিরে এল।
![]() |
| স্ট্রাটিজি সেটার গুয়ার্দিওলা |
গার্দিওলার দ্বিতীয় দফা পরিবর্তন ম্যাচের রং পাল্টে দিল। সিটির ভাগ্য খুলে গেল। ৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামলেন রিয়াদ মাহরেজ ও জ্যাক গ্রিলিস। এই দুই উইঙ্গার-অ্যাট্যাকিং মিডফিল্ডারের দৌলতেই শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোল পেল ম্যান সিটি। লেফট উইং থেকে নেওয়া গ্রিলিসের ক্রসে পা ছুঁইয়ে চেলসির জালে বল জড়ান রাইট উইঙ্গার মাহরেজ। ৬২ মিনিটের ডেডলক ভেঙে মাহরেজ 'দ্য সুপারসাব'।
জয়ের সুবাদে সিটি ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলে দু'নম্বরে। ৫ পয়েন্ট বেশি নিয়ে ১নম্বরে আরেসেনাল


0 মন্তব্যসমূহ
Nice