সুরিনাম ফুটবলের অজানা কথা                                                               ফিচার 

সায়ন্তন সরকার

 
 দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব আটলান্টিক উপকূলের ছোট একটি দেশ হলো সুরিনাম। দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে ছোট দেশ হলো এই সুরিনাম। এই দেশের জনসংখ্যা পাঁচ লাখের মতো। ষোলশো শতকে সুরিনাম দেশটি প্রথম আবিষ্কার করে ইংরেজরা কিন্তু ‘‘নিউ আমস্টারডাম’’, অধুনা ‘‘নিউ ইয়র্ক সিটি’’ ফিরে পাওয়ার জন্য  তারা দেশটিকে ডাচদের হাতে তুলে দেয়। সতেরশো শতকে এই দেশটিকে নিজেদের অধীনে নিয়ে আসে ডাচরা।                    

   ১৯৭৫ সালে দেশটি স্বাধীন হয়। কিন্তু এত বছর দেশটি ডাচ দের অধীনে থাকায় এই দেশের জাতীয় ভাষা হয়ে যায় "ডাচ" এবং উন্নত জীবন ও সুযোগের খোঁজে সুরিনামের প্রায় দুই লক্ষ লোক পাড়ি দেয় নেদারল্যান্ডসএ। এর ফলে দেশটি বেশ কিছুটা পিছিয়ে পড়ে।

   ফিফা রাঙ্কিং এ ১৪১ নম্বরে থাকা এই দেশটি না খেলেছে কোনো অলিম্পিকে না বিশ্বকাপে, তাও এই দেশটির সাথে ফুটবল ওতপ্রোতভাবে জড়িয়ে। কারণ, ডাচ ফুটবলের ইতিহাসে কিছু বিখ্যাত ফুটবলার  আছে যাদের মধ্যে কেউ কেউ জন্মেছিলেন সুরিনামে এবং কারুর পরিবার সুরিনাম থেকে তল্পিতল্পা নিয়ে চলে আসে নেদারল্যান্ডসে

  এমনি বিখ্যাত কিছু ডাচ ফুটবলার হলেন রুড গুলিটক্লারেন্স সেদর্ফফ্রাঙ্ক রাইকার্ড ভার্জিলভ্যান ডাইকগিনিওয়াইনালডাম,প্যাট্রিক ক্লুইভার্টএডগার ডেভিড। সুরিনামিজ হয়ে নেদারল্যান্ডস এর জার্সিতে খেলা মোটেই সুখকর ছিলোনা। তারা বিভিন্ন সময় বর্ণবৈষম্যের শিকার হয়েছে ডাচদের দ্বারা। ১৯৮৮ সালে যার হাত ধরে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল নেদারল্যান্ডস সেই রুড গুলিট কে শুনতে হয়েছিল বর্ণবৈষম্যমূলক মন্তব্য

  ২০১৩ সালে ফিফা একটা হিসেব করে দেখে ডাচ ফুটবল লীগ অর্থাৎ এরেডিভিসিতে খেলছে বর্তমানে মোট ১৫০ জন ফুটবলার যাদের পূর্বপুরুষ সুরিনামিজ অর্থাৎ সুরিনামের বাসিন্দা। দেশের নিয়ম অনুযায়ী যদি কোনো নাগরিক হল্যান্ড বা নেদারল্যান্ডস চলে যান বসবাসের উদ্দেশ্যে তাহলে সে সুরিনামের নাগরিকত্ব হারাবে দেশ এত ভালো ফুটবলারের জন্ম দেওয়া সত্ত্বেও  নিয়মের  বেঁড়াজালে আটকে আজ সুরিনাম বিশ্ব ফুটবলে  অজানা এক নাম। বিখ্যাত ডাচ ফুটবলার এডগার ডেভিডস একবার সাক্ষাৎকারে বলে যে সুরিনাম দেশটি ব্রাজিলের সীমানার কাছে হওয়ায় সুরিনাম দেশটি অনেকটা ব্রাজিলের মতো। দেশে দারিদ্রতা থাকা সত্ত্বেও রাস্তায় দেখা যায় ছোট ছেলেদের ফুটবল নিয়ে খেলতে এবং যাদের পায়ে আছে জাদু।

  এছাড়াও রুড গুলিট, যাকে বলা হয় বিশ্বের সবচেয়ে কমপ্লিট প্লেয়ার খেলেছে এ সি মিলান, চেলসি, পিএসভি-র মতো ক্লাবে। ১৯৮৭ সালে এ সি মিলানে খেলার সময় সে যেতে ব্যালন ডিওর পুরস্কার, যা তিনি উৎসর্গ করেন নেলসন ম্যান্ডেলা কে। ক্লাব ফুটবলে ১৭৪ টি গোল করা এই ফুটবলারটি কোচিং করিয়েছে চেলসি,নিউকাসেল এর ক্লাবে।

  এই দুজন ছাড়াও বিখ্যাত ফুটবলার ফ্রাঙ্ক রাইকার্ড ও ছিলেন জন্মসূত্রে একজন সুরিনামিজ। তিনি স্পার্টা রটার্ডাম, বার্সেলোনা এবং গালাতাসারায়ের মতো ক্লাবের ম্যানেজার হিসেবে কাজ করেছেন। এছাড়াও বর্তমানে লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক, পি এস জির গিনি উইনালডাম এর মতো ফুটবলাররা যদি তার নিজের জন্মভূমির হয়ে খেলতো তাহলে সুরিনামের সর্বকালের সেরা দলটি কেমন হতো -  

গোলকিপার - মাইকেল ভৰ্ম

সেন্টার ব্যাক - মাইকেল রেইজিগারভারজিল ভ্যান ডাইক

উইনস্টন বগার

মিডফিল্ডার - সেডর্ফরাইকার্ডগুলিট

ডেভিডওয়াইনালডাম

স্ট্রাইকার - হাসেলব্যাঙ্কপ্যাট্রিক ক্লুইভার্ট