মারাদোনার নায়ক                                                                   প্রবন্ধ 

সৌরভ বন্দ্যোপাধ্যায়

   মিডিয়ার আলোতে সবাই উজ্জ্বল হয়না, অনেকে অন্ধকারেও চলে যায় আর্জেন্টিনা ফুটবলে অজস্র তারকাদের ছড়াছড়ি, Di Stefano থেকে Maradona অথবা Mario Kempes থেকে Messi অনেক আজেন্টিনিয়ান খেলোয়ার লাতিন আমেরিকার ফুটবল ঐতিহ্য বহন করা সত্ত্বেও আজও তারা উপেক্ষিত আর্জেন্টিনার মানুষেরা যে কোনো বিষয়ে ভীষণ দ্বি-বিভক্ত তা ক্লাব নিয়েই হোক অথবা ফুটবল দর্শন নিয়ে ১৮১০ সাল থেকে ১৮ ১৬  পর্যন্ত আর্জেন্টিনার স্বাধীনতার লড়াই চলেছিল এবং স্পেন থেকে স্বাধীন হওয়ার পর শুরু হয় গৃহ যুদ্ধ ১৮৫৩ সালে শেষ অব্দি অসংখ্য বাধা ও বিপত্তি কাটিয়ে নতুন সংবিধানের সূচনা হয় ১৮৭০ সাল থেকে ১৯৬০ অব্দি বহু ইতালীয় পরিবারের আগমন ঘটে লাতিন আমেরিকাতে উন্নত মানের জীবনযাত্রার উচ্চাকাঙ্ক্ষায় বর্তমানে আজেন্টিনায় ৪৫ লক্ষ  জনগণের মধ্যে প্রায়  অনেক মানুষ ইতালীয় জীবনযাত্রার ধরনের সাথে জড়িত এই কারণের ফলস্বরূপ আর্জেন্টিনা সংস্কৃতিতে স্পেন ও ইতালীয় সংস্কৃতির মিশ্র সহাবস্থানের পরিমন্ডল গড়ে ওঠেযার জন্য স্প্যানিশ তাদের সরকারি ভাষা হলেও খাদ্যাভাসের জনপ্রিয়তাতে Pizza , Burger লক্ষ্য করা যায় কিন্তু এই দেশে ফুটবলের আগমন ঘটেছিল ইংরেজদের হাত ধরে, তারা যখন এই দেশের বন্দর গুলিতে বানিজ্য করতে এসেছিল

  ফুটবল এমনই একটি খেলা যা বিভিন্ন মহাদেশে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই সেখানকার অর্থনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে একটি নতুন রূপ পরিগ্রহ করেছে সেই কারণেই ফুটবলের প্রাথমিক অবস্থা থেকেই ইউরোপ, আফ্রিকা,লাতিন আমেরিকা প্রভৃতি মহাদেশগুলির ফুটবল সম্পর্কে দৃষ্টিভঙ্গির ধারণাগত পার্থক্য লক্ষ্য করা যায় ফুটবলের প্রথম পর্যায় থেকেই ফুটবল দর্শনের প্রধান প্রশ্ন ছিল “How the game should be played?” ফুটবল যখন লাতিন আমেরিকায় এসে পৌঁছায় তখন লাতিন আমেরিকার ফুটবলে Individualism বা ব্যক্তিগত নৈপূণ্যেতার সৃষ্টি হয়েছিলো

   আর্জেন্টিনার ফুটবলে মিথ এবং ফ্যাক্ট উভয়ের উপস্থিতি লক্ষ্য করা যায় এখানে যেমন কার্লোভিচ-র মত খেলোয়ারের কথা শোনা যায় ( যার নাম রোজারিও-র জনমুখে এখনও শুনতে পাওয়া যায়, যদিও খেলার মাঠে তার কীর্তির প্রমাণস্বরূপ আজ অব্দি কিছুই পাওয়া যায়নি) আবার অন্যদিকে আর্জেন্টিনা La nuestra-র সঙ্গে অ্যান্টি-ফুটবল ফিলোজফির দ্বন্দ্বের সাক্ষ্য বহন করে আর্জেন্টিনার ফুটবলের প্রাথমিক অবস্থায়, গোল করার থেকেও আর্টিস্টিক এবিলিটির ওপর অনেক বেশি গুরুত্ব আরোপ করা হত অর্থাৎ শুধু গোল করলেই হবে না, গোলটি যেন মনোমুগ্ধকর হয় সেকারনে Gambeta, One-touch Pass, Sombrero,La Pause প্রভৃতি বিচিত্র রকমের চিত্তাকর্ষক স্কিল ম্যাচগুলোতে দেখা যেত এই ড্রিবলিং স্কিলগুলিই অন্যান্য মহাদেশের থেকে লাতিন আমেরিকার ফুটবল স্টাইলকে স্বতন্ত্র করে দিয়েছিলএই ফুটবল আর্জেন্টিনাতে la neustra নামে পরিচিত ১৯৪০ থেকে ১৯৫০ ছিল  আর্জেন্টিনার  la neustra ফুটবলের  স্বর্ণযুগ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও  রাষ্ট্রপতি juan  peron  এর বিদেশ নীতির ফলে সারা পৃথিবীর কাছে স্বর্ণযুগ অপরিচিত থেকে যায়

  ১৯৩৪ এর পর আর্জেন্টিনা আবার  বিশ্বকাপে ১৯৫৮  তে অংশগ্রহন করে  ১৯৫৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা চেকোশ্লোভিয়ার কাছে ৬-১ গোলে পরাজিত হয় এর ফলে আর্জেন্টিনায় La nuestra বা Soloist ফুটবল দর্শন সম্পর্কে প্রশ্নচিহ্ন খাড়া হয়ে যায় এবং আর্জেন্টিনায় অ্যান্টি ফুটবল ফিলোজফির গুরুত্ব বাড়তে থাকে কোপা আমেরিকায় বড় সাফল্য থাকা সত্ত্বেও বিশ্বকাপে তারা মুখ থুবড়ে পড়ে এরপর pragmatism ফুটবলের প্রবক্তা হিসেবে আবির্ভাব ঘটে Carlos Lorenzo- তিনি ছিলেন Catenaccio System-এর সমর্থক তাকে আর্জেন্টিনার সাংবাদিকেরা একবার জিজ্ঞাসা করেছিল-”How do you beat a team that has a great forward?” তখন Lorenzo বলেছিলেন- “ Very simple. If you don’t want somebody to eat, you have to stop the food coming out of the kitchen. I don’t send somebody to mark the waiter; I have to worry about the chef.”

  আর্জেন্টাইন ফুটবলে ক্লাসিক নাম্বার টেনকে বলা হয় ‘Enganche’. ‘Enganche’ মূলত একটি স্প্যানিশ শব্দ ইংরেজিতে একে বলা হয় ‘The Hook’ [“…Enganche is a player that acts as a hook between midfielder and attack.”] Enganche- র কাজ হল দুজন ফরোয়ার্ডের পেছন থেকে খেলাটাকে নিয়ন্ত্রণ করা এবং অন্যান্য খেলোয়াড়দের জন্য স্পেস তৈরি করা

  ১৯৬৬ সালে আর্জেন্টিনার কোচ হিসেবে নিযুক্ত হন Lorenzo এইসময় তিনি  catenaccio সিস্টেম গঠন করে খেলানোর চেষ্টা করেন কিন্তু তিনি কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছিলেন নাতখন তিনি একটি নতুন ফর্মেশন তৈরি করেন  --৪ থেকে , যেটি ক্লাসিক আর্জেন্টাইন ফর্মেশন (---) নামে অধিক পরিচিত আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে এর অনেকগুলি ভার্সন দেখতে পাওয়া যায়, যেমন ( --), (- --) ১৯৮৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ Carlos Bilardo --২ ফরমেশনটি ব্যবহার করেছিলেন Lorenzo ছিলেন একজন pragmatic কোচ তা সত্ত্বেও Onega কে তিনি ব্যবহার করলেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে, যে পজিশনটি আর্জেন্টিনায় ‘Enganche’ নামে পরিচিত অর্থাৎ তিনি সিস্টেমিক টাক্টিকস্ এ বিশ্বাসী হয়েও প্লেয়ারের আর্টিস্টিক এবিলিটির ওপর ভরসা করছেন এখন প্রশ্ন হল আর্জেন্টাইন ফুটবলে Enganche রোল টা কতটা গুরুত্বপূর্ণ ছিল? অথবা কোন কোন আর্জেন্টিনার প্লেয়ার এই রোলকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছেন, মেসি? তেভেজ? রিকলমে? নাকি মারাদোনা?                                                                                              

  প্রথমে তেভেজের কথায় আসা যাক, তেভেজ ‘Enganche’ নয় কারণ তেভেজ সাধারণত সাপোর্টিভ স্ট্রাইকার অথবা উইঙ্গার পজিশনে খেলতো মেসিকেও ঠিক ‘ Enganche ‘ বলা যায় না কারণ মেসির পজিশন হল ইনভার্টেড উইঙ্গার ২০১০ সালে একবার মেসিকে Enganche রোলে খেলানো হলেও, ভারসাম্যহীন মাঝমাঠের জন্য দল পরাজয়ের সম্মুখীন হয় খুব সম্ভবত মারাদোনাই হল আর্জেন্টিনার শ্রেষ্ঠ ‘Enganche’ তবে আজ মূলত যাকে নিয়ে আলোচনা হবে, তিনি ফুটবল জগতের চিরপরিচিত মুখ নয় তিনি বরাবরই নিজেকে মিডিয়ার আলো থেকে দূরে সরিয়ে রেখেছেন

  তিনি হলেন Ricardo Bochini ১৯৫৪ সালে বুয়েন্স আয়ার্সের Zárate নামক শহরে তাঁর জন্ম হয় আর্জেন্টিনার ক্লাবগুলোর মধ্যে দুটি বড় ক্লাব হল রিভার প্লেট এবং বোকা জুনিয়র্স, এর কোনোটিতেই অবশ্য তিনি খেলেননি বরঞ্চ তিনি ছিলেন Independente-র নায়ক তাঁর সঙ্গে বছরের পর বছর যে যে নাম্বার নাইনরা খেলেছে, তারা প্রত্যেকেই সেই বছরগুলিতে আর্জেন্টাইন লীগের সর্বোচ্চ গোলদাতার সম্মান পেয়েছেন ওঁনার সম্পর্কে সাংবাদিক Hugo Asch বলেছিলেন, “ a midget, ungainly, imperturable, without a powerful shot, or header, or charisma”. Bochini কে প্রথম একাদশে না রাখার জন্য কোচ Humberto Muschio কে সাপোর্টাররা ভৎসনা করে এখন প্রশ্ন হলো, Bochini র খেলায় কি এমন জাদু ছিল? যার জন্য কোচকে সাপোর্টারদের কাছ থেকে টিটকিরি শুনতে হত?

    La Pausa হল লাতিন আমেরিকান ফুটবলের একটি অন্যতম বিখ্যাত স্কিল La Pausa স্কিল টি ঠিক কেমন, তা শব্দে ব্যাখ্যা করা বেশ মুশকিল আসলে এটি হলো ফুটবল ম্যাচের একটি বিশেষ মুহূর্ত, যখন নাম্বার ১০ কোনো দ্রুতগতিসম্পন্ন খেলোয়াড়ের সঠিক জায়গাতে পৌঁছনোর জন্য অপেক্ষা করে থাকে এবং তারপর মোক্ষম সময়ে তার ইমাজিনেশনকে কাজে লাগিয়ে বলটিকে নিখুঁতভাবে পৌঁছে দেয় ওই খেলোয়াড়টির কাছে (“La Pausa is the art of delaying your pass while you wait for the game to take shape around you. It’s a display of confidence, foresight, understanding, and an admirable arrogance that few players can pull off”) অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, La Pausa সম্পাদনের জন্য খেলোয়াড়টিকে অবশ্যই দূরদৃষ্টিসম্পন্ন (visionary) হতে হবে ভিশন বা ইমাজিনেশন না থাকলে এই স্কিল সম্পাদন করা মুশকিল আর এই imagination ই ছিল Bochini র খেলার প্রধানশক্তি Bochini — এর উত্তরসূরী হিসাবে Riquelme পরবর্তীকালে La Pausa — কে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল ১৯৭০ সালে মেক্সিকো বিশ্বকাপে আর্জন্টিনার চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ফাইনালে ইতালির বিরুদ্ধে মুখোমুখি হয় এই ম্যাচে ব্রাজিলের হয়ে চতুর্থ গোলটি করেন Carlos Alberto এই গোলটি হওয়ার ঠিক আগের মুহূর্তে অনেক গুলি পাস খেলার পর যখন বল পেলের পায়ে এসে পৌঁছায় বড় বক্সের বাইরে, ঠিক সেই মুহূর্তে পেলে কিছুক্ষণ অপেক্ষা করে ব্রাজিলের দ্রুতগতি সম্পন্ন রাইট ব্যাক Alberto — র যথা স্থানে পৌঁছানোর জন্য এবং নিজের Imagination- এর দ্বারা বলটি যথা স্থানে পৌঁছে দেয় এই মূহুর্তটি La Pausa — এর অন্যতম একটি শ্রেষ্ঠ উদাহরণ

    Ricardo Bochini কে La pausa স্কিল বা মুভটির স্রষ্টা হিসেবে মনে করা হয় (“La Pausa is thought to have originated from Argentine footballer Ricardo Bochini, who was known for having a natural knack in predicting the behaviour of his opponent” ) কিন্তু Bochini এই মুভটি/স্কিলটি কোনো ফুটবল মাঠে শেখেননি খুব ছোটবেলা থেকেই সরু অসমতল রাস্তায় খেলতে খেলতে তিনি এই স্কিলটি রপ্ত করেছিলেন ১৯২৮ সালে GNP Per Capita Income- এ সারা পৃথিবীর মধ্যে আর্জেন্টিনা অষ্টম স্থান অধিকার করেছিল কিন্তু রাজনৈতিক অস্থিরতা, একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা, প্রশাসনিক স্তরে ব্যাপক দুর্নীতি ও অন্যান্য বিবিধ কারণে দেশের অর্থনীতি ক্রমশ জরাজীর্ণ হতে থাকে এসবের ফলস্বরূপ প্রচুর মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যায় এদিকে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যাও ছিলো আরেকটি গুরত্বপূর্ণ সমস্যা মোটামুটি এই সময়েই Buenos Aires, Cordoba Rosario এই এলাকাগুলোতে বস্তির সংখ্যা বাড়তে থাকে এই বস্তি অঞ্চলগুলির সংকীর্ণ রাস্তায় শুরু হয় ফুটবলের চর্চা, লাতিন আমেরিকায় একে street football বলা হয় এই স্ট্রীট ফুটবল থেকেই La Pausa, Gambeta র মত স্কিলগুলির উদ্ভব হয়

   নৃতত্ত্ববিদ Eduardo Archetti র মতে — “That is Characteristics of Argentine game, which was set up for various economic, culture and historical reason, in opposition of the British game, where the British game was learn in school and relient from good diet. Argentine game was wild, spontaneous, based on streetwiseness and learned in the potreros, the increasingly rare vacant lots on the back streets of Buenos Aires.”

  ১৯৭২ সালে আর্জেন্টাইন প্রিমিয়ার ডিভিশনে River Plate এর বিরুদ্ধে Bochini র অভিষেক ঘটে (Indipendiente এর হয়ে) ১৯৭২ সালে Copalibertadores ( যেটা আজকের দিনের UEFA champions league এর সমতুল্য) এ জয়ী হয় Independiente এরপরই independiente ইন্টার- কন্টিনেন্টাল কাপে এ Johan cruff এর Ajax এর মুখোমুখি হয় এই ম্যাচটি ৩-০ গোলে পরাজিত হয় Independiente যদিও এই টীমে Bochini ছিলেন না

  প্রকৃতপক্ষে ১৯৭৩ সালেই প্রথম Bochini-র প্রতিভার আত্মপ্রকাশ ঘটে এইসময় Quilmes থেকে Independiente তে যোগদান করেন Daniel Bertoni Bertoni ছিলেন দ্রুতগতিসম্পন্ন উইঙ্গার, যার অন্যতম অস্ত্র ছিল ইনসাইড কাট করে অপোনেন্টের ডিফেন্স ভেদ করা Bochini এবং Bertoni জুটির দৌলতে Indipendiente দ্বিতীয়বার Copalibertadoros এ জয়লাভ করে

  এরপর রোমের Olimpico স্টেডিয়ামে অনুষ্ঠিত ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে , ইউরোপিয়ান চ্যাম্পিয়ন juventus এর মুখোমুখি হয় Independiente এই ম্যাচের দ্বিতীয়ার্ধে Juventus এর Antonello Cuccureddu পেনাল্টি পেয়েও ,জোরালো শট মেরে তা মিস করেন নির্ধারিত সময়ে খেলা শেষ হওয়ার ঠিক ১০ মিনিট আগে, গোল থেকে প্রায় ৩৫ গজ দূরে Bertoni র বাড়ানো বল রিসিভ করেন Bochini এরপর Bochini ,একটা ছোট টার্ন নিয়ে Claudio Gentele কে পেরিয়ে যান এবং Bertoni র সাথে ওয়ান- টু খেলে বক্সের মধ্যে ঢুকে পড়েন বিপদ দেখে বিপক্ষের দুই খেলোয়াড় Salvadore Silvio Longobuccu এগিয়ে আসার আগেই একটা পজ নেন Bochini এবং গোলকিপার Dinozoff র মাথার উপর দিয়ে স্কুপ করে বলটি জালে জড়িয়ে দেন এটিই ছিল ঐ খেলাটির একমাত্র গোল, যার দৌলতে Indipendiente তৃতীয় বারের জন্য ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনার ক্লাব হিসেবে Indipendiente, এই নিয়ে মোট তিনবার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয় এইভাবে Indipendiente ফুটবল দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ শক্তি হিসেবে উঠে আসে এবং Ricardo Bochini ছিলেন এই টীমের সাফল্যের মূল কান্ডারী

  এই গোলটি পরবর্তীকালে মিথের  পর্যায়ে উন্নীত হয় কারণ আর্জেন্টাইন ব্রডকাস্টিং অথোরিটি এই খেলার ভিডিওটেপটি হারিয়ে ফেলে এর ফলস্বরূপ সমর্থকরা গোলটির নাম দেয় ‘El Gol Invisible ‘ অবশেষে ২০০৯ সালে কিছু সমর্থক ইতালিতে এসে সেখানকার Rai Broadcast এর থেকে গোলটির ভিডিওর একটি কপি উদ্ধার করতে সক্ষম হয়

  Independiente পরের বছরেও Copalibertodores এ জয়লাভ করে Indipendiente এর হয়ে Bochini মোট ৪বার copalibertodores জিতেছেন ১৯৮১ সালে Indipendiente ক্লাবে Jorge Burruchaga যোগদান করেন এরপর Bochini — Burruchaga নতুন জুটি তৈরী হয় মূলত এই জুটির জন্যই ১৯৮৪ সালে Indipendiente আবার CopaLibertoDores জিতলো এবং এর পাশাপাশি Liverpool কে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের জন্য ইন্টার কন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন হল

  ক্লাবের হয়ে বহু সাফল্য পেলেও, জাতীয় দলে খেলার খুব কম সুযোগ পেয়েছেন Bochini তার এই সুদীর্ঘ খেলোয়াড় জীবনে বিশ্বকাপে খেলেছেন মাত্র ১০ মিনিট, যা ভাবতেও বেশ অবাক লাগে ১৯৭৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিলেন Cesar Luis Menotti, যিনি আর্জেন্টিনায় La Nuestra ফুটবলকে পুনর্জীবিত করেন কিন্তু তিনিও Bochini র জায়গায় বেছে নেন norberto alonso কে ১৯৮২ র বিশ্বকাপের সময় খুব সম্ভবত মারাদোনার উত্থানের কারণে জাতীয় দলে Bochini সুযোগ পাননিএরপর আর্জেন্টিনার কোচ হলেন Carlos Bilardo তিনি ছিলেন আবার Menotti র উল্টো মতের সমর্থক Bilardo ছিলেন অ্যান্টি ফুটবলের সমর্থক এই দুই বিশ্বকাপজয়ী কোচের ফিলোজফি থেকেই আর্জেন্টিনায় ফুটবল সম্পর্কে দুটি ঘরানার জন্ম হয় এগুলির মধ্যে একটি হল Menottisme এবং অন্যটি হল Bilardisme ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে মারাদোনার অনুরোধে কোচ bilardo Bochini কে জাতীয় দলে সুযোগ দেন এবং সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে খেলাশেষ হবার ১০ মিনিট আগে তাকে মাঠে নামানো হয় Bochini র মাঠে প্রবেশ করার সময় মারাদোনা তার কাছে আসেন এবং হ্যান্ডশেক করে বলেন — “Maestro, we have been waiting for you.”

  ১৯৯১ সালের ৫ই মে, Bochini তার শেষ ম্যাচ Estediantes De La Plaখেলে প্রফেশনাল ফুটবলকে বিদায় জানান

 












তথ্যঋণঃ

1)   Wilson ,Jonathan .Inverting the pyramid :the history of Football tactics,Orion 2014

2)Wilson ,Jonathan.Angels with Dirty Faces,Orion,2016