.png)
৬৫ বছর ধরে জা ফঁতের রেকর্ড অক্ষত ফিচার
ইউরোপ, আমেরিকা ও আরব জুড়ে মহাতারকারা বিশ্ব ফুটবলকে মাতিয়ে রাখলেও, জা ফঁতে-র দুরন্ত বিশ্বরেকর্ড আজও অক্ষত। ৬৫ বছর আগে সুইডেন বিশ্বকাপে এই ফরাসি কিংবদন্তি যে কীর্তি গড়েছিলেন, তা আজও অমলিন। ১৯৫৮ বিশ্বকাপে মাত্র ৬ টি ম্যাচে ১৩ গোল করেছিলেন ফঁতে। এক বিশ্বকাপে এতগুলি গোল আর কোনও ফুটবলারের নেই। আজ পর্যন্ত ২২ টি ফুটবল বিশ্বকাপের আসর বসলেও, সব্বোর্চ গোলদাতারা কেউই ফঁতেকে টপকে যেতে পারেননি। অথচ সুইডেন বিশ্বকাপের আগে এই ফুটবলারকে কেউ চিনতেনই না। শেষ মুহূর্তে তিনি ফ্রান্সের দলে ডাক পেয়েছিলেন। আর টুর্নামেন্টের শেষে তিনিই নায়ক হয়ে যান।
ফরাসিরা ভালোবেসে ফঁতেকে ডাকতেন 'ক্যানন' অর্থাৎ গোলন্দাজ নামে। ফ্রান্সের হয়ে খেললেও জন্ম মরক্কোর মারাকেচ - এ। বাবা ফরাসি, মা স্প্যানিশ। ক্যাসাব্লাঙ্কায় একটি স্হানীয় ক্লাবে খেলতেন। ফ্রান্সের জার্সিতে ফঁতের অভিষেক বেশ বর্ণময়। ১৭ ডিসেম্বর ১৯৫৩ সালে লুক্সেমবার্গের বিরুদ্ধে দুর্দান্ত হ্যাট্রিক দিয়ে যাত্রা শুরু। ফঁতের ছিল দুরন্ত গতি আর চমৎকার ফিনিশিং। যে বুট পরে '৫৮ - র বিশ্বকাপ খেলতে এসেছিলেন, অনুশীলনের সময় সেটি ছিঁড়ে যায়। ফলে এক বন্ধুর ধার করা বুট পায়ে গলিয়ে, বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। বর্তমানে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাকে সোনার বুটি দেওয়া হয়। তবে সুইডেন বিশ্বকাপে এই পুরস্কার চালু হয় নি। স্হানীয় এক সংবাদ মাধ্যমের কাছ থেকে একটা এয়ারগান পেয়েছিলেন। '৫৮ বিশ্বকাপে ফঁতে দুটি হ্যাট্রিক করেছিলেন। তবে গোলসংখ্যা আরও বাড়তে পারত। স্কটল্যান্ডের বিরুদ্ধে দুবার তাঁর শট বারপোস্টে লেগেছিল। সেবার ফ্রান্স সেমিফাইনালে ২ - ৫ গোলে পরাজিত হয়েছিল ব্রাজিলের কাছে। সেই ব্রাজিলই বিশ্বকাপ জেতে। সেই দলে ছিলেন ১৭ বছরের এক বিস্ময়কর ফুটবলার। পরবর্তীতে বিশ্ব ফুটবল যাকে চিনেছিল পেলে নামে। ব্রাজিলের বিরুদ্ধে ১ টি গোল ছিল ফঁতের। তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে পশ্চিম জার্মানির বিরুদ্ধে ফঁতে একাই করেছিলেন ৪ গোল।
ক্রমাগত চোটআঘাতে ফুটবলজীবন বেশি
দূর না এগালেও অবসর নেওয়ার সময় ফঁতের নামের পাশে ছিল ২১ ম্যাচে ৩০ টি
আন্তর্জাতিক গোল। যা ছিল সেই সময় ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড। খেলা
ছাড়ার পর ফ্রান্স, মরক্কো ও পি এস জি ক্লাবে কোচের দায়িত্ব সামলেছেন। ১৯৮০ সালে আফ্রিকান
কাপ অফ নেশনস - এ মরক্কো তৃতীয় স্থান পেয়েছিল তাঁর কোচিংয়ে। ১ মার্চ ২০২৩ সালে
৮৯ বছর বয়সে এই কিংবদন্তি ফুটবলার পৃথিবীর মায়া কাটিয়ে চিরবিদায় নেন।

0 মন্তব্যসমূহ
Nice