বিশ্বাসে মিলায় বস্তু, ‘তন্ত্রে’ বহুদূর                                                       ফিচার

প্রত্যয় মৈত্র

 ফ্রান্সের সবচেয়ে জনবহুল শহর প্যারিস নয়নাভিরাম এই নগরে বছরভর ভিড় করেন সারা পৃথিবীর ভ্রমণপিপাসু পর্যটকেরা কিন্তু এর শহরতলির ছোট্টএকজনপদ ওয়াসি-আঁ-ব্রি হঠাৎই উঠে আসে খবরের শিরোনামে সৌজন্যে ইব্রাহিম, যিনি এলাকার আফ্রিকান সম্প্রদায়ের কাছে 'গ্রান্দে' নামেপরিচিত জাদুটোনা, তন্ত্রসাধনা বা অভিসম্পাতে পারদর্শী এই ব্যক্তি হয়ে উঠেছিলেন তাঁদের 'মারাবু' না এ কোনো অধুনা বঙ্গসাহিত্যের গ্যাদগ্যদে তন্ত্রমন্ত্রের গৌরচন্দ্রিকা নয় বরং বছর খানেক আগে ফুটবলবিশ্বে আলোড়ন ফেলে দেওয়া এক ঘটনা যা অনেক প্রশ্নের জন্ম দেয় আমাদের এই আলোচনার সূত্রপাত যদিও ভারতীয় ফুটবলের 'স্টিমাচযুগের' সবচেয়ে বিতর্কিত একঅধ্যায়কে ঘিরে                           

    ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী ভারতের কোচ ইগর স্টিমাচ গতবছর জুন মাসে কলকাতায় অনুষ্ঠিত এশিয়ানকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের আফগানিস্তান ম্যাচের মাত্র ৪৮ ঘন্টা আগে দিল্লীর এক জ্যোতিষী ভূপেশ শর্মার সাথে যোগাযোগ করেন এআইএফএফ -এর রাজনৈতিক শীর্ষকতার মাধ্যমে তাঁদের পরিচয় হয় ক্রোয়েশিয়ার এই প্রাক্তন ফুটবলার তাঁর নির্বাচিত সম্ভাব্য একাদশের নাম পাঠান শর্মার 'পর্যালোচনা'র ভিত্তিতে খেলা শুরুর এক ঘন্টা আগে স্টিমাচ দুজন প্রতিষ্ঠিত খেলোয়াড়কে টিমে না রাখার সিদ্ধান্ত নেন 

   কোচের কৌশলী প্রতিক্রিয়ায় অবশ্য ভারতীয় ফুটবলের চিরাচরিত রাজনীতির ইঙ্গিত পাওয়াযায় এশিয়ান গেমসে ভারতীয় দলকে পাঠানো থেকে আইএসএল ক্লাবগুলোর প্লেয়ার ছাড়া নিয়ে মতানৈক্য -  বহমান ঘটনা ধারার  লাভ ক্ষতির হিসেবনিকেশ না হয় সময়ের ওপর ছেড়ে দেওয়া যাক প্রযুক্তির এই যুগেও অনেক খেলোয়াড়দের মধ্যে খেলার আগে পরে কিছু ব্যক্তিগত কুসংস্কার অনুশীলন করার দৃষ্টান্ত রয়েছে তবে ব্ল্যাকম্যাজিক বা উইচক্রাফট অনেক বেশি মনস্তাত্ত্বিক যা শুধু অবৈজ্ঞানিকই নয়, খেলার মনন নৈতিকতার পক্ষেও বিপজ্জনক

  ফ্রান্সের বিখ্যাত ফুটবলার পল পোগবাকে কে না চেনে তারই এক ভাই ম্যাথিয়াস একেরপর এক বিস্ফোরক তথ্য সমাজমাধ্যমে প্রকাশ করেন বছরখানেক আগে পল নাকি মিলিয়ন ইউরো পারিশ্রমিক দিয়েছেন 'গ্রান্দে' ইব্রাহিমকে মূলত চোটের হাত থেকে রক্ষাপাওয়া, ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জেতা, কিংবা তাঁর আগের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে পিএসজির তারকা ফুটবলার কিলিয়ান এম্বাপে কে নিষ্ক্রিয় করার মতো একাধিক ইচ্ছাপূরণের পারিশ্রমিক বা পুরষ্কারহিসেবে

   আফ্রিকান ফুটবলে 'জুজু','মুটি','ভুডু' 'ওটুমকপো'-র একাধিক উদাহরণ রয়েছে এর বেশির ভাগই অবশ্য AFCON (আফ্রিকাকাপঅফনেশনস) কে ঘিরে২০০০ সালে নাইজেরিয়া ও সেনেগালের কোয়ার্টারফাইনাল ম্যাচ শেষ হওয়ার পনেরো মিনিট আগে হঠাৎ নাইজেরিয়ার এক কর্মকর্তাকে মাঠে ঢুকতে দেখাযায়তিনি দৌড়ে চলে যান সেনেগালের গোলপোস্টের পেছনে রাখা একটি 'চার্ম' তথা রক্ষাকবচ সরানোর জন্যএই ঘটনার কিছু সময় পর অবিশ্বাস্য ভাবে নাইজেরিয়ার আক্রমণভাগের খেলোয়াড় জুলিয়াস আঘাহোয়া দুটি গোল করেন এবং ৮৫ মিনিট পর্যন্ত একগোলে এগিয়ে থাকা সেনেগালকে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়। 

   কিন্তু এই ঘটনাকে নিতান্তই কাকতালীয় বলা চলে ফুটবলের ভাষায় 'মোমেন্টামশিফট' যার একাধিক কারণ রয়েছে নাটকীয়ভাবে খেলা বন্ধ হয়ে যাওয়া  'চার্ম' সরিয়ে নেওয়ায় জাদুটোনায় বিশ্বাসী সেনেগালের ফুটবলারদের 'psychological breakdown’ এই পরাজয়ের একমাত্র কারণ তন্ত্রমন্ত্রের ভরসায় ম্যাচ জেতা সম্ভব হলে ২০১৫- AFCON ফাইনালেও একই পরিণতি হতো। 

   ঘানার জনপ্রিয় খেলোয়াড় আন্দ্রে আয়েওকে সেবার আইভরি কোস্টের বিরুদ্ধে খেলতে নামার ঠিক আগে মাঠের মধ্যে সাদা পাউডারের মতন কিছু পদার্থ ছড়িয়ে দিতে দেখা যায় কিন্তু এই মন্ত্রপূত পাউডার (যা আফ্রিকায় 'মুটি' নামে পরিচিত) ঘানার ভাগ্য ফেরাতে পারেনি নির্ধারিত সময়ে গোলশূন্য এই ম্যাচ আইভরি কোস্ট সাডেন ডেথ- - ব্যবধানে জিতে নেয়

  সাম্প্রতিক অতীতে রাওয়ান্ডা প্রিমিয়ার লিগে মুকুড়া ভিক্টরিও রেয়ন স্পোর্টসের ম্যাচ চলাকালীন একটি মজার ঘটনা ঘটে এক গোলে পিছিয়ে থাকা রেয়নের স্ট্রাইকার মৌসাকামারাকে বিপক্ষের গোলপোস্টের গায়ে একটি 'চার্ম' বসিয়ে আসতে দেখা যায় ফলস্বরূপ মুকুড়ার গোলরক্ষকের সাথে তাঁর একপ্রস্থ হাতাহাতি হয়ে যায় দুই দলের খেলোয়াড়রা বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন এবং খেলা সাময়িকভাবে বন্ধ হয়ে যায় খেলা পুনরায় শুরু হওয়ার পরে কামারাই গোল করে তাঁর দলকে সমতায় ফেরান ম্যাচের পর যদিও তাঁকে আর্থিক জরিমানা করা হয় এবং রাওয়ান্ডার ফুটবল এসোসিয়েশন থেকে 'উইচক্রাফটে' সাথে যুক্ত ফুটবলারদের আরও কঠোর শাস্তির ফরমান জারি করা হয়

   বিশ্বকাপের আসরে সেনেগালের স্বপ্নের দৌড় কার না মনে নেই? প্রথমবার অংশগ্রহণ করা পশ্চিম আফ্রিকার এই দেশটি সবাইকে চমকে দেয় ২০০২সালে শুধু চ্যাম্পিয়ন ফ্রান্সকে পরাস্ত করাই নয়, একের পর এক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে বৌবাদিওপ, হেনরিকামারা, এলহাজিডিউফরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছে যান শোনা যায় সেবার একজন তান্ত্রিককে নিযুক্ত করা হয়েছিল যিনি কোচ ব্রুনো মেটসুর মতোই টিমের সঙ্গে ছিলেন !

  মেটসু বিশেষ গুরুত্ব না দিলেও ফ্রান্সের মাঝমাঠের প্রখ্যাত খেলোয়াড় এমানুয়েল পেটিট এক অদ্ভুত অভিজ্ঞতার কথা জানান ২০০২ বিশ্বকাপের বছর খানেক আগে ফ্রান্সের সমুদ্রতটে এক সেনেগালিজ ফেরিওয়ালার সাথে তাঁর দেখা হয় লোকটি তাঁকে এসে জানায় যে পরের বছর ফ্রান্স সেনেগালের খেলা হবে এবং তার দেশ সেনেগাল সেই ম্যাচটি - ব্যবধানে জিতবে তার এই ভবিষ্যৎবাণী সফল হবেই কারণ তার দেশের তান্ত্রিকরা অনেক ক্ষমতা ধারণকরেন কাকাতালীয় ছাড়া এর অন্য কোনও ব্যাখ্যা কি আদৌ সম্ভব?

  এরকম অগুনতি উদাহরণ রয়েছে আফ্রিকার অনেক লিগে আজও খেলা শুরুর আগে জাঁকজমক করে মন্ত্রপাঠ তন্ত্রচর্চা করা হয় ইউরোপে এর প্রবণতা তুলনামূলকভাবে কমহলেও পারিসাঁ-জেরমাঁ (পিএসজি)- মতন জনপ্রিয় ক্লাবের সাথে জড়িয়ে রয়েছে এক চমকে দেওয়া ঘটনা

   ১৯৯৭ সালে চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের জন্য পিএসজি কে অন্তত - ব্যবধানে স্টেওয়া বুখারেস্টকে হারাতে হতো ক্লাবের প্রেসিডেন্ট মাইকেল ডেনিস ওঁ সেই সময় সিদি নামের একজন তান্ত্রিকের পরামর্শ নেন তাঁরা বেশ কয়েকবার দেখা করেন এবং ডেনিস ওঁ সাক্ষাৎ পিছু সিদিকে ২০০ ইউরো করে পারিশ্রমিক দেন প্রথমে কোনও ভবিষ্যৎবাণী করতে না চাইলেও ম্যাচের দুদিন আগে হঠাৎই সেডেনিস ওঁ কে জানায় যে সে এখন পুরো খেলা চোখের সামনে দেখতে পাচ্ছে পিসজি - গোলে ম্যাচটি জিতবে এবং তাদের ১৮ নম্বর জার্সিধারী খেলোয়াড় ম্যাচের ৪১ মিনিটের মাথায় দলের চতুর্থ গোলটি করবেন

   ১৮ নম্বর জার্সি পড়ে খেলতে নামা ফ্লোরিয়ান মরিস ৪০ মিনিটেই চতুর্থ গোলটি করে দিয়েছিলেনতবে পিএসজি সেদিন - গোলেই জিতেছিল ডেনিস ওঁ পরেও একাধিক বার সিদিরসাহায্য নেন। কিন্তু শাতোরু ক্লাবের দায়িত্বে থাকার সময় কুপ ডি ফ্রান্সের ফাইনালে তার ভবিষ্যৎবাণীমেলেনি। সিদির আশ্বাসন সত্ত্বেও শাতোরু সেবার জেতেনি, বরং ডেনিসওঁর পূর্বতন ক্লাব পিএসজির কাছে - গোলে পরাজিত হয়।

  হ্যামলেটের "There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy" বলে শেষ করা ঠিক হবে, নাকি এসব নেহাতই রটনা বলা উচিত, তা না হয় আমাদের পাঠকরাই ঠিক করুন



(তথ্যসূত্রঃ ইএসপিএন, গোল )